Prime Islami Life Insurance Ltd.
Helpline: 09613777779
IDRA Hotline Number: 16130

প্রাইম ইসলামী লাইফের বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত


Image Not Avaible

উর্ধ্বতন নির্বাহীগণের মধ্যে বক্তব্য রাখেন আনিছুর রহমান মিয়া, এম এ মতিন, মুহাম্মদ সলিম উল্লাহ্, কাজী আবুল মনজুর, মোহাম্মদ নূর-ই-আলম, মোহাম্মদ হুমায়ুন কবির, মোহাম্মদ মোস্তফা জামাল, আঃ আহাদ, মোহাম্মদ শাহ আলম, নাঈমুল হক, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, শাহাদত হোছাইন ছিদ্দিকী। সম্মেলনে প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহীবৃন্দসহ সারাদেশ হতে আগত ৭০০ অধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রানবন্ত পরিবেশে সফল কর্মীদেরকে চেয়ারম্যান অ্যাওয়ার্ড ক্রেস্ট, পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। র‌্যাফেল-ড্র এর মাধ্যমে সম্মেলন সফলভাবে শেষ হওয়ায় অংশগ্রহণকারী সবাই সন্তোষ প্রকাশ করে।

Published Date: 02 Feb, 2023 00:00:00

News Events Image