Prime Islami Life Insurance Ltd.
phone Helpline: 09613777779
Pay Online Facebook Twitter Youtube

প্রাইম ইসলামী লাইফের বিজয়ীদের মেলা ২০১৯ কক্সবাজারে অনুষ্ঠিত


Image Not Avaible

সম্প্রতি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সেপ্টেম্বর-অক্টোবর ২০১৯ এর ১ম জমা ব্যবসা লক্ষ্যমাত্রা অর্জনকারীদেরকে নিয়ে কক্সবাজার, সমুদ্র সৈকতে বিজয়ীদের মেলা আয়োজন করে। মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আপেল মাহমুদ, এসিআইআই (ইউকে) এর সভাপতিত্বে বিজয়ীদের মেলা ২০১৯ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আখতার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ ফজলুল করিম, পরিচালক কমোডর জুবায়ের আহমেদ, (ই), এনডিসি, বিএ (অব.), চীফ কনসালটেন্ট রহিম উদ্-দ্দৌলা চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও নিজাম উদ্দিন আহমাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব এম. নুরুল আলম এফসিএস, সিসিইপি-১, এএমডি ও উন্নয়ন প্রশাসন ইনচার্জ মোঃ আনিছুর রহমান, এএমডি (উন্নয়ন) এম. এ. মতিন, মোহাম্মদ নূর-ই-আলম, আলেয়া আক্তার রুমা, মুহাম্মদ সলিম উল্লাহ, এসইভিপি ও প্রশাসন ইনচার্জ কাজী আবুল মনজুর ও কোম্পানির সকল প্রকল্প পরিচালক। উন্নয়নকর্মীদের ব্যবসা উন্নয়ন ও চিত্তবিনোদনের নিমিত্তে এফএ থেকে ইভিপি পর্যন্ত প্রায় সাতশত কর্মী/কর্মকর্তার উপস্থিতিতে নানারকম ক্রীড়া প্রতিযোগিতা, গান, নাটিকা, কৌতুক অভিনয়, র‌্যাফেল ড্র ইত্যাদি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এক আনন্দঘন ও উৎসব মূখর পরিবেশে বিজয়ীদের মেলা শেষ হয়।

Published Date: 09 Dec, 2019 12:16:28

News Events Image